ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা  - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  বিকেল ৪ টার সময় ভেড়ামারা বাস স্ট্যান্ড চত্বরে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  ও সাবেক উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাজান আলী, তিনি বলেন,  আওয়ামী লীগ ও জাসদ গণবাহিনী মিথ্যা মামলায় দীর্ঘদিন কারা ভোগ করে গত বুধবারে বিকেলে কুষ্টিয়া জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আলম হুসাইন সোহাগ। তিনি আরো বলেন দ্রুত সংস্কার করে  নির্বাচন দিন

ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনা করেন এবং ভেড়ামারা উপজেলার বিএনপির নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল এর আহবায়ক মনিরুজ্জামান জুয়েল,  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, প্রধান আলোচক উপজেলা জাতীয়তাবাদীর স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব এস এস আল- হুসাইন সোহাগ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সদস্য  শিহাবুল ইসলাম, ধরমপুর ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাজন আলী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জুনিয়াদহ  ইউনিয়ন বিএনপি’র সভাপতি এনামুল হক মালিথা, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের  সদস্য সচিব বাচ্চু মিয়া, ভেড়ামারা পৌর শাখার  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম খোকন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভেড়ামারা  পৌর শাখার  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহারুল ইসলাম বকুল, যুবদল নেতা আতিয়ার রহমান।