ভেড়ামারায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য মতবিনিময় সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য মতবিনিময় সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত  মান উন্নয়নের জন্য একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দুইটার সময় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান উপজেলা  নির্বাহী অফিসার ভেড়ামারা,  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন আনোয়ার হোসাইন  সহকারী কমিশনার (ভুমি), ভেড়ামারা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জালাল উদ্দীন  উপজেলা শিক্ষা অফিসার, আরো বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ইন্সট্রাক্টর, ইউআরসি ভেড়ামারা, শহিদুল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ইয়াছমিন খাতুন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আবুল হাশেম প্রধান শিক্ষক ক্ষেমিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিদ্দিকুর রহমান প্রধান শিক্ষক মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।