ভেড়ামারায় তীব্র খরা ও অনাবৃষ্টির কারণে আমন ধান নিয়ে ক্ষতির মুখে কৃষক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় তীব্র খরা ও অনাবৃষ্টির কারণে আমন ধান নিয়ে ক্ষতির মুখে কৃষক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৫, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারায় তীব্র খরা ও অনাবৃষ্টির কারণে আমন ধান নিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বৃষ্টি না হওয়া ও তীব্র রোদে জমিগুলো ফেটে চৌচির হতে বসেছে। এদিকে গভীর নলকূপ থেকে টাকা দিয়ে ধানের জমিতে পানি দিতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। ভেড়ামারার স্থানীয় কৃষক শফিকুল ইসলাম বলেন, বৃষ্টি না হওয়ার ফলে জমি শুকিয়ে ধান মরতে বসেছে। হিড়িমদিয়াড় কৃষক দুদু মিয়া বলেন, আমাদের দিকে কিছু এলাকায় ধান জমিতে লাগানো আছে। এখনো বেশির ভাগ জমি বৃষ্টির পানির অভাবে চাষ দিতে পারিনি।গভীর নলকূপ থেকে পানি কিনে আবাদ করা সম্ভব হচ্ছে না বলে কৃষকরা জানান। কেননা, এই সময়ে জমি খরার কবলে পড়লে প্রচুর পানি লাগে। জমিতে পানি দেওয়ার জন্য সিরিয়াল নিতে হচ্ছে। সিরিয়ালের জন্য ৫-৬ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবার কোনো সময় সকালে পানি পাব বলে গেলে দিন গড়িয়ে রাতে পানি পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে কৃষকরা খুব কষ্টের মধ্যে দিন যাপন করছেন। কৃষক জসিম বলেন, আমাদের জমি পানির অভাবে চাষ দিতে পারিনি। বৃষ্টি ও গভীর নলকূপের পানি না থাকায় চরম অসুবিধায় পড়তে হচ্ছে।