নিজ সংবাদ ॥ ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা রামগিরি কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়া সদর উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ত্রিমোহনী বারখাদা মোড় এলাকায় বারখাদা মল্লিকপাড়া জামে মসজিদের পেশ ইমাম আল-আমিন ফারুকের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৬০-১৭০ মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বারখাদা ক্যানেল পাড়া জামে মসজিদের পেশ ইমাম মো. তাইজুল ইসলাম, সভাপতি মাওলানা ইলিয়াস মোল্লা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় বক্তারা বলেন, বিশ্ব মানবতার দিশারী মহানবী (সা.)। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না এবং ভারতের মাইনরিটি মহিলাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। এ ছাড়া ভারতের হিন্দু পরোহিত কর্তৃক কটূক্তি অবমাননার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশে ভারতের হাই কমিশনকে তলব করে এর তীব্র প্রতিবাদ করার জন্য আমন্ত্রণ জানান বক্তারা।
