মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২৩
মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় সাজেদা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ইশালমারী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা একই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।

মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

মিরপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সাজেদা খাতুন একটি ভ্যান থেকে নেমে রাস্তা পার হয়ে নিজ বাড়ি যাওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত দ্রুতগামী একটি ষ্টিয়ারিং তাকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হোন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

দুর্ঘটনার পর পরই ষ্টিয়ারিংয়ের চালক আব্দুর রহমান (২৮) কে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। সে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ গ্রামের আব্দুর রহিমের ছেলে।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ষ্টিয়ারিংয়ের চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন: