মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি মুখোমুখি অবস্থানে : এমপি জর্জ
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে কর্মী ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী সদকী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।( ৯ অক্টোবর) সোমবার বিকেলে জিলাপি তলা বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি মুখোমুখি অবস্থানে : এমপি জর্জ।

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি মুখোমুখি অবস্থানে : এমপি জর্জ
উন্নয়ন ও কর্মী সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুণ এর সভাপতিত্বে, সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দীপ এর সার্বিক সহযোগিতায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
কেন্দ্রীয় তাঁতি লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেখ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুণ, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, পৌর কাউন্সিলর এস এম রফিক, কুমারখালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট জয়দেব কুমার বিশ্বাস প্রমুখ।

এই সময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি বলেন, রাজাকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি করেছে কারা। বিএনপির ক্ষমতায় এসেই দেশ কে পাকিস্তানি কায়দায় পরিচালনা করেছেন। বিএনপি জামায়াত দেশ কে একটি বিভেদ সৃষ্টি করে রেখেছে একটা শক্তি মুক্তিযুদ্ধের আর একটা হলো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি। এই অবস্থায় আমাদের জিততে হবে। সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
