কুষ্টিয়ায় দিনব্যাপী জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় দিনব্যাপী জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২০, ২০২৩
কুষ্টিয়ায় দিনব্যাপী জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ ও বিডিআরআইএস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত  দিনব্যাপী প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট শনিবার সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয়  সরকার বিভাগের জেনারেল রেজিস্টার(অতিরিক্ত সচিব) মো রাশেদুল হাসান।

কুষ্টিয়ায় দিনব্যাপী জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় দিনব্যাপী জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় দিনব্যাপী জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিম বানু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার, শাহেদ আরমান, স্বরূপ মুন্সী  সহ কুষ্টিয়ার সকল পৌরসভার মেয়র,  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব গন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

উল্লেখ্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৮ মূলত ২০০৪ সালের আইনেরই কিছু নতুন বিধিমালা। বাস্তবে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০১৮’ বলতে আলাদা কোনো আইন নেই। কিন্তু জনমনে একটি স্বাভাবিক ধারনা আছে যে এটি একটি নতুন আইন। মূলত ২০০৪ সালের আইনের ২৩ নং ধারার ক্ষমতাবলে সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত কিছু বিধিমালা প্রণয়ন করেছে। সেগুলোই মূলত ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০১৮’ নামে পরিচিত। কিন্তু বাস্তবে আইনটির নাম ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪। ২০১৮ সালেরটি ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৮ হিসেবে গৃহীত।

২০১৮ সালের বিধিমালাগুলো এই আইনের সর্বশেষ বিধিমালা। এতে রয়েছে মোট ৭টি অধ্যায়। এছাড়াও ২০২১ সালে স্থানীয় সরকার বিভাগ এমন একটি নির্দেশিকা প্রকাশ করে যা ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্দেশিকা ২০২১’ হিসেবে পরিচিত।

আরও পড়ুন: