বিদ্যালয়ভিত্তিক লাইব্রেরী: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিদ্যালয়ভিত্তিক লাইব্রেরী: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৫, ২০২৩
বিদ্যালয়ভিত্তিক লাইব্রেরী: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা

বীর মুক্তিযোদ্ধা শামসুল হাদী গ্রন্থাগার ও ফেয়ারের আয়োজনে বিদ্যালয়ভিত্তিক লাইব্রেরীঃ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ভিত্তিক লাইব্রেরী: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা

বিদ্যালয়ভিত্তিক লাইব্রেরী: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা

বিদ্যালয়ভিত্তিক লাইব্রেরী: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা

বীর মুক্তিযোদ্ধা শামসুল হাদী গ্রন্থাগারের সভাপতি ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় মৈত্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ছাড়াও বিভিন্ন গ্রন্থাগারের নির্বাহী প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে বিদ্যালয়ভিত্তিক লাইব্রেরী কার্যকর করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যভ্যাস গড়ে তোলার নানাবিধ চ্যালেঞ্জের পাশাপাশি এর প্রয়োজনীয়তা ও সম্ভাবনাগুলো তুলে ধরেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

বীর মুক্তিযোদ্ধা শামসুল হাদী গ্রন্থাগারের সদস্যসচিব দেওয়ান আখতারুজ্জামানের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক অজয় কুমার বিশ্বাস, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান নূরউদ্দীন আহমেদ, বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনছার আলী, বাড়াদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরিফুর রহমান, দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো: আশরাফুল হক, চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আখতার, বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল হাদী গ্রন্থাগার নির্বাহী সদস্য হাফিজ সরকার, সদস্য কার্ত্তিক বিশ্বাস, তসলিমা খাতুন শিল্পী ও মৃনাল কান্তি শাহা, সানমুন ক্লাব এবং লাইব্রেরীর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, আলোর পাঠাগারের সভাপতি মো: রাছেল রানা প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল হাদী গ্রন্থাগারের উদ্যোগে এবং ফেয়ার এর সহায়তায় বিদ্যালয়ে পাঠাভ্যাস কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: