দৌলতপুরে মুক্তিযোদ্ধার সন্তান বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মুক্তিযোদ্ধার সন্তান বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৯, ২০২৩
দৌলতপুরে মুক্তিযোদ্ধার সন্তান বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. রিন্টু হোসেন বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

দৌলতপুরে মুক্তিযোদ্ধার সন্তান বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দৌলতপুরে মুক্তিযোদ্ধার সন্তান বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দৌলতপুরে মুক্তিযোদ্ধার সন্তান বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রবিবার দুপুর ১২টায় উপজেলার ডাংমড়কা বাজারে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ এবং পরিবারের সদস্যসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, মোহাম্মদ আলী ও নিহত বাটুলের পিতা মো. ইসমাইল হোসেন। এসময় বক্তারা বাটুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৩ জুন সন্ধ্যায় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের কামারপাড়া টেনশন মোড়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মো. রিন্টু হোসেন (বাটুল) ৩৯। নিহত বাটুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের ছেলে।

আরও পড়ুন: