খোকসায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
এসো হে বৈশাখ, এসো এসো পয়লা বৈশাখ বাঙালিদের জন্য বাংলা নববর্ষ হিসেবে পালন করা হয়। এদিনটি বাঙালিদের কাছে বড় উৎসব হিসেবে পালন করা হয়। এ দিবসটি উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

খোকসায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
উক্ত অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে বুধবার সকাল ১১:০০ টার দিকে অফিসার ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত, খোকসা থানার নব যোগদানকৃত থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডঃ কামরুজ্জামান সোহেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ।

