কুষ্টিয়া জেলা পরিষদে বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দপত্র বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা পরিষদে বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দপত্র বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৩০, ২০২৩
কুষ্টিয়া জেলা পরিষদে বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দপত্র বিতরণ

জেলা পরিষদ কুষ্টিয়া হতে ২০২২-২০২৩ অর্থবছরের এডিপি ও রাজস্ব তহবিলের অর্থ দ্বারা মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, মন্দির, স্কুল, কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নমূলক প্রকল্প সমূহের বরাদ্দপত্র বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া জেলা পরিষদে বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দপত্র বিতরণ

কুষ্টিয়া জেলা পরিষদে বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দপত্র বিতরণ

কুষ্টিয়া জেলা পরিষদে বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দপত্র বিতরণ

৩০ মে দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে বরাদ্দ পত্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খানের সভাপতিত্বে মাদ্রাসা, গোরস্থান,মন্দির, স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান মিলে মোট ৩৩ টি প্রতিষ্ঠান কে এই বরাদ্দপত্র প্রদান করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান বলেন উন্নয়নমূলক কাজে জেলা পরিষদ আর্থিকভাবে সবসময় সহযোগিতা করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ সামাজিক,অবকাঠামো মূলক, শিক্ষা ও আর্থিক দিক থেকে অনেক এগিয়েছে। সারাদেশে আজ ব্যাপক উন্নয়ন হয়েছে যা ইতিমধ্যে দৃশ্যমান। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজকে বিশ্বের কাছে রোল মডেলে পরিণতি হয়েছেন।

এসময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, জেলা পরিষদের সদস্য জহুরুল সহ বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান প্রধান, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: