বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১১, ২০২৪

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বেলা ৩টার দিকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, উপস্থাপনা করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমীনুর রহমান মোমিজ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি বিজ্ঞ পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, অ্যাড. শেখ হাসান মেহেদী, যুব ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, সিনিয়র হাবিবুল হক পুলক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব উন নিসা সবুজ, জেলা যুব মহিলা লীগের সভাপতি এম সম্পা মাহমুদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজ, জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মুক্তার, সদর উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সহ দলীয় নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন ১০ জানুয়ারি। বিজয়ের আস্বাধন নবরূপে ফিরে পাবার এক অনন্য দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বিজয় অর্জনের পর, পশ্চিম পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে ১৯৭২ সালের এই দিনে স্বাধীন দেশের মাটিতে ফিরে আসেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালি জাতি বিজয়ের পূর্ণতা লাভ করে। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধুর দেশে ফিরে আসাটা বাঙালি জাতির জন্য অনেক বড় গর্ব ও আশীর্বাদ ছিলো। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশ হবে সোনার বাংলা। তার স্বপ্ন পূরনে নির্লসভাবে পরিশ্রম করে চলেছেন তারই কণ্যা জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নত অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। পরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।