জানাযা শেষে প্রফেসর নেহাল উদ্দিন শেখ’র দাফন সম্পন্ন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জানাযা শেষে প্রফেসর নেহাল উদ্দিন শেখ’র দাফন সম্পন্ন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১০, ২০২৩

জয় নেহাল মানবিক ইউনিটের কর্ণধার জয় নেহাল এর পিতা ও কুষ্টিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর নেহাল উদ্দিন শেখ’র জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

জানাযা শেষে প্রফেসর নেহাল উদ্দিন শেখ’র দাফন সম্পন্ন

জানাযা শেষে প্রফেসর নেহাল উদ্দিন শেখ’র দাফন সম্পন্ন

জানাযা শেষে প্রফেসর নেহাল উদ্দিন শেখ’র দাফন সম্পন্ন

সোমবার ১০ ই এপ্রিল সকাল ৯ টায় মরহুমের মরদেহ কুষ্টিয়া সরকারী কলেজ চত্ত¡রে শ্রদ্ধা নিবেদনের পর বাদ যোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা’র নামাজ সম্পন্ন করা হয় । এরপর কুষ্টিয়া পৌর কবরস্থানে মরহুমের দাফন করা হয় । উল্লেখ্য ৫ এপ্রিল বুধবার বাংলাদেশ সময় আনুমানিক সকাল ৮ টা ৩০ মিনিটে আমেরিকার বোস্টন শহরের গুড সামারিটান মেডিকেল সেন্টার হাসপাতালে প্রফেসর নেহাল উদ্দিন শেখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

প্রফেসর নেহাল উদ্দিন শেখ একজন স্বনামধন্য শিক্ষাবিদ ছিলেন। তার দীর্ঘ শিক্ষা জীবনে শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রেখে গেছেন। অধ্যাপক মোহাম্মদ নেহাল উদ্দিন শেখের জন্ম কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামে। তার ছাত্র জীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ। তিনি ১৯৫৭ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১৯৫৯ সালে ৫ম স্থান অধিকার করেন। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টেন্সিতে মাষ্টার ডিগ্রী অর্জন করেন। তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। পড়াশুনার বাইরে উনি ব্রিজ খেলায় বিশেষ পারদর্শী ছিলেন।

১৯৬২/৬৩ সালে ব্রীজ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে চ্যাম্পিয়ন হন এবং তৎকালিন গভর্নর আজম খানের নিকট থেকে পুরস্কার গ্রহন করেন। প্রফেসর নেহাল উদ্দিন শেখ ও তার স্ত্রী ২০০৫ সালে পবিত্র হজ্ব পালন করেন। উনার দুই পুত্র জয় নেহাল এবং হাসিব রিনেট স্বপরিবার আমেরিকার বোস্টন শহরে বসবাস করছেন।

প্রফেসর নেহাল উদ্দিন শেখ যথাক্রমে কুষ্টিয়া সরকারী কলেজ, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ, খুলনা আজম খান কমার্স কলেজ এবং কুমিল্লা ভিক্টরিয়া কলেজে অধ্যাপনা করেন। এছাড়াও তিনি নিউইয়র্কের পাবলিক স্কুলেও দীর্ঘ দিন শিক্ষকতা করেছেন। তিনি ১৯৯৪ সাল থেকে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করছেন। ছাত্র জীবনে স্বনামধন্য অভিনেতা মরহুম রাজু আহমেদ, বিশিষ্ট স্পেশালিষ্ট এফ আর সি এস ডাক্তার এস আর খান এবং কুষ্টিয়া পৌরভার সাবেক চেয়ারম্যান বদরুদ্দৌজা চৌধুরী গামা তার স্কুলের সহপাঠী ছিলেন।

আরও পড়ুন: