দৌলতপুরে মোফাজ্জেল হকের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলার শাখার সভাপতি মোফাজ্জেল হক দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

দৌলতপুরে মোফাজ্জেল হকের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বাজুডাঙ্গা, তারাগুনিয়া, আল্লারদর্গা, বৈরাগীরচর, ফিলিপনগর, মথুরাপুর, প্রাগপুর ও খলিসাকুন্ডিসহ বিভিন্ন এলাকার ১২টি পূজামন্ডপ পরিদর্শন করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ড. মো. মোফাজ্জেল হক বলেন- ধর্ম যার যার উৎসব আমাদের সবার। তাই আজ শারদীয় দূর্গোৎসব জাতি ধর্ম নির্বিশেষে বাঙ্গালীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
![]()
এসময় তিনি প্রতিটি পূজা মন্ডপের পূজা আয়োজনকারীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন। পূজামন্ডপ পরিদর্শনকালে মোফাজ্জেল হক’র সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, আসমত আলী মাষ্টারসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
