কুষ্টিয়ায় পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত
ক্রিমিনাল রুলস্ এন্ড অর্ডারস্ এর বিধি ৪৮১ ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের ৭ মে, ২০১৭ খ্রিঃ তারিখের ০৩/২০১৭নং বিজ্ঞপ্তি অনুযায়ী জুডিসিয়াল ম্যজিস্ট্রেসী, কুষ্টিয়া কর্তৃক ২৪ মে বিকাল সাড়ে ৪টায় চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালত ভবনে অবস্থিত স্বর্গীয় জগন্নাথ পাঁড়ে সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত
চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট, কুষ্টিয়া মোঃ কেরামত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ রুহুল আমীন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ ফজলে এলাহী খান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ফোকালপার্সন, কুষ্টিয়া।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ আব্দুল কুদ্দুস, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া। সভায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী, কুষ্টিয়া এর সকল বিচারক ও পারিবারিক আদালতের বিচারকগন উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; সহিদ আবু সরোয়ার, পুলিশ সুপার, পিবিআই; ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার; জিয়াউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি; মোঃ রকিবুল ইসলাম, উপ-অধিনায়ক, ৪৭ বিজিবি; মোঃ গোলাম তারেক, সিনিয়র সহকারী পুলিশ সুপার, র্যাব-১২; ডাঃ মোঃ রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ডাঃ সোনিয়া, সিভিল সার্জন (ভারঃ); ডাঃ তাপস কুমার সরকার, আরএমও; মোঃ নুরুল ইসলাম দুলাল, সভাপতি, জেলা আইনজীবী সমিতি; মোঃ আবু সাইদ, সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি; মোছাঃ মঞ্জুরী বেগম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর; বিভিন্ন আদালতে নিযুক্ত সহকারী পাবলিক প্রসিকিউটরগন; পারভীন আক্তার, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর; আবু মুছা, জেলার, জেলা কারাগার এবং কোর্ট পরিদর্শক সহ কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইন-চার্জ ও ইন্সপেক্টর (তদন্ত)।
সভায় ফৌজদারী বিচার কার্যে আদালতে সাক্ষ্য উপস্থাপন, পরোয়ানা তামিল, আলামত বিলিবন্দেজ, ময়না তদন্ত-সুরতহাল রিপোর্ট, তদন্ত প্রক্রিয়া প্রভৃতি বিষয়ে বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় মামলার নিষ্পত্তি ও সাক্ষ্য উপস্থাপন বিষয়ে পরিসংখ্যানভিত্তিক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মোঃ কেরামত আলী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া। বিদ্যমান আলোচিত বিষয়সমূহের আইনী অবস্থান স্পষ্টিকরণের নিমিত্তে অপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মুস্তাফিজুর রহমান। ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত সর্বোচ্চ মামলা নিষ্পত্তি ও সর্বোচ্চ সংখ্যা সাক্ষ্য গ্রহণকারী ম্যাজিস্ট্রেট হিসেবে মাহমুদা সুলতানা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়াকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল আমীন, সিনিয়র জেলা ও দায়রা জজ, কুষ্টিয়া।
প্রধান অতিথি তার সমাপনি বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট জুডিসিয়ারী এর ভূমিকা বিষয়ে আলোকপাত করেন বিদ্যমান সমস্যাসমূহের সমাধান ও মামলার দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।
