দৌলতপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২
কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ দুইজন কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা নিলা পশ্চিম বালুখালী গ্রামের নুরুল কবিরের ছেলে ইউনুস ও উখিয়া উপজেলা বালুখালী গ্রামের আব্দুর শুকরের ছেলে শহিদুল ইসলাম।

দৌলতপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার এস আই মেহেদি হাসান বলেন, দৌলতপুর থানা এলাকায় সঙ্গীয় অফিসার নিয়ে ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ভেড়ামারা হইতে প্রাগপুরগামী বাস যোগে দুই জন ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসছে, প্রাপ্ত সংবাদ অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম কে অবহিত করে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত অনুমানিক ১১ টার সময় হোসেনাবাদ এলাকা অভিযান পরিচালনা করিলে পুলিশের উপস্থিত টের পেয়ে দুইজন বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে তাদের দুজনের প্যান্টের পকেট থেকে ১৫ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এবং তারা তাদের পরিচয় নিশ্চিত করেন।
এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।
![]()
