খোকসা ইউএনও'র নাম্বার ক্লোন করে চাঁদা দাবি
কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা’র (ইউএনও) সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন ইট ভাটার মালিকের কাছে ইফতার পার্টির নামে বিকাশে টাকা চাওয়া হচ্ছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করেছেন ইউএনও।

খোকসা ইউএনও’র নাম্বার ক্লোন করে চাঁদা দাবি
সোমবার (২৭’মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা’র অফিসিয়াল ফেসবুকে এক স্টাটাসে লিখেছেন, ‘উপজেলা নির্বাহী অফিসার, খোকসা’র মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ইট ভাটার মালিকের কাছে ইফতার পার্টির নামে বিকাশে টাকা চাওয়া হচ্ছে। সাবধান!!’
এর সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস বলেন, মুলত কিছু অসাধু মহল সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করছে। এবিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছেন তিনি। তিনি আরও বলেন, বিষয়টি থানায় অবহিত করা হয়েছে।

