দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নে চন্দনা পাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে আবক্ষাস আলীর বসত বাড়িতে পূর্ব শত্রুতার জেরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জালালের স্ত্রী রাজিয়া ও আবক্ষাসের স্ত্রী সিমা আরা বলেন, মৃত আইনউদ্দীন মন্ডলের ছেলে জামির উদ্দিন আমার প্রতিবেশী এবং পাশাপাশী বাড়ী। তাহাদের সহতি বসত বাড়ীর সীমনা নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় আমাকে সহ আমার পরিবারের লোকজনদের প্রান নাশের হুমকি দেয়, আমার ঘর বাড়ী ভেঙ্গে দেওয়ার ভয় দেখায়। ইতি পূর্বেও ঘর ভেঙ্গেছে এমতাবস্থায় ইং ০১/০৫/২০২৪ তাং রাত্রা অনুমান ০৪.০০ ঘটিকার সময় আমার বসত বাড়ীর রান্না ঘর ও গোয়াল ঘরে আগুন ধরাইয়া দেয়। আগুন দেখে আমার ডাক চিৎকারে এলাকাবাসী মুন্না, সুজন সহ আরো লোকজন আগাইয়া আসিয়া আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের প্রজ্জলিত শিখায় রান্না ঘর ও গোয়াল ঘরে পুড়ে ভূষ্মিভূত হয়ে প্রায় ৭০,০০০/- টাকার ক্ষতি সাধন হয়। আগুনের আলোতে আমি ও চিনিতে পারি জামির দৌড়ে পালিয়ে যাচ্ছে । এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। এ বিষয়ে জামির উদ্দিন কে বাড়িতে না পেয়ে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আপনার সাথে পরে কথা বলছি। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
