দৌলতপুরে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৬, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক থানা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ জানান, গত মঙ্গলবার গভীর রাতে নাশকতা মামলার অভিযুক্ত হিসেবে আনিসুর রহমানকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।