নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে ১ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক এক নারী আসামি মোছা. সুরাইয়া বানু (৩৯) গ্রেফতার হয়েছে।
গত বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে একই গ্রামের মৃত হাসেম আলীর মেয়ে। র্যাব সূত্র জানায়, মোছা. সুরাইয়া বানুর বিরুদ্ধে মাদক আইনে মিরপুর থানায় একটি মামলা হয় যার নং-৪১/২০। এ মামলায় তাকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত।
দন্ডপ্রাপ্ত আসামি মোছা. সুরাইয়া বানু পলাতক থাকার গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সোনাইকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে গতকাল বৃহস্পতিবার দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।
