দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ইটভাটায় কাজ করার সময় আগুনে দগ্ধ হয়ে আলমগীর হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, সপ্তা দুয়েক আগে দৌলতপুর উপজেলা ডাংমড়কা এলাকার তোফাজ্জেল হোসেনের ইটের ভাটায় কাজ করার সময় দগ্ধ হয় আলমগীর পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত বৃহস্পতিবার ( ২ মে) রাতে তার মৃত্যু হয়। নিহত আলমগীর হোসেন উপজেলা মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ বিশ্বাস পাড়া এলাকায় হানিফ মন্ডলের ছেলে। এ বিষয়ে আলমগীর মামাতো ভাই বজলুর রহমান বলেন, আগুনে দগ্ধ হয়ে আলমগীর হোসেন মারা গেছে। গত শুক্রবার রাতে তার নিজ এলাকায় দাফন করা হয়েছে। তিনি আরো বলেন, আইনি কোন পদক্ষেপ নেওয়া না হলেও তিন লাখ টাকার বিনিময়ে একটি সমাধান করেছে ভাটার মালিক পক্ষ। আলমগীরের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়নের ইউপি সদস্য এনামুল হক। এবিষয়ে ইট ভাটা মালিক তোফাজ্জেল হোসেনের কাছে জানতে চাইলে, তিনি প্রতিবেদককে চায়ের দাওয়াত করে কুষ্টিয়া শহরের পেয়ারা তলায় আমন্ত্রণ করেন। এসময় মোবাইলে তিনি বলেন সংবাদ প্রকাশ করে কি লাভ। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এটা একটি এক্সিডেন্ট। তবে অভিযোগ পেলে ব্যাবস্তা গ্রহন করা হবে।
