দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ছয় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ছয়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২৩, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আমদহ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছয়জন আহত হয়েছে। সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে একই গ্রামের বাসিন্দা রেজাউল জানান কয়েক মাস আগে মোঃ হায়দার পিতা সিরাজ বিদেশে যাওয়ার জন্য একই গ্রামের সাদ্দাম, পিতা মহসিন এর নিকট টাকা ও পাসপোর্ট জমা দেন। বেশ কয়েক মাস অতিবাহিত হওয়ার পরও বিদেশে পাঠাতে না পারায় হায়দার সাদ্দামের নিকট টাকা ও পাসপোর্ট ফেরত চাই। একপর্যায়ে হায়দার স্থানীয় লোকজনের সহায়তা চাইলে স্থানীয় লোকজন শালিশের মাধ্যমে তার টাকা ফিরিয়ে দেয় কিন্তু পাসপোর্ট অফিসে জমা থাকার কারণে তা ফিরিয়ে দিতে বিলম্ব হয়।

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে হায়দার সাদ্দামের নিকট আবার পাসপোর্ট ফেরত চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে হায়দার ও সাদ্দামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মোঃ আইয়ুব আলী, আজিজুল , জামিরুল ও আরিফ নামে ৪ জন গুরুতর আহত হয়ে ভেড়ামারা ষোলদাগ হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং শামীম ও আমিরুল দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমার জানান, বিষয়টি তিনি অবগত হয়ে এলাকায় শান্তি নিশ্চিতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রকার মামলার তথ্য পাওয়া যায়নি।