দৌলতপুরে গণহত্যা দিবসে আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে গণহত্যা দিবসে আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৬, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন গতকাল সোমবার (২৫ মার্চ) সকাল ১০ উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে ২৫ মার্চ কালরাত্রিতে নিরীহ নিরপরাধ বাঙালী জাতির ওপর বর্বর পাকিস্থানী বাহিনীর পৈশাচিক হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরে আলোচনা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, প্রকল্প বাসবতবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এছাড়া রাত সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে এক মিনিট প্রতীকী ব্লাক আউট কর্মসুচী পালন করা হবে।