কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহার সভাপতিতে বুধবার বেলা ১২টায় উপজেলার ফিলিপনগর পিএসএস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আ’মৃত্যু সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদ ও তার ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুনের পরিবার সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পরাজিত নৌকার প্রার্থী আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ বলেন ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আমরা প্রয়াত নেতা আফাজ উদ্দিন আহমেদের কনিষ্ঠপুত্র এজাজ আহমেদ মামুনকে উপজেলা নির্বাচনে নৌকার মনোনয়ন এনে দিতে সহযোগিতা করেছিলাম। তার পক্ষে নির্বাচন করে তাকে জয়লাভ করেছিলাম। কিন্তু তারা সব সময় উল্টো পথেই চলেছে। তারা ৫ বার নৌকায় ভোট নিয়েছেন কিন্তু নৌকায় ভোট দেননি বা নৌকাকে সমর্থন করেনি। ৯১ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও তারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এবারও তারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে নৌকার তলা ফুটো করলেন। এ সময় বক্তারা আরো বলেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশেই নৌকা প্রতীকের ভোট করেছি, নির্বাচনে হেরে যাওয়ার কারণে দৌলতপুরের বিভিন্ন এলাকায় আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। অবিলম্বে এই নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ করা না হলে দৌলতপুরের আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এইসব সহিংসতা কারীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আশা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক ওয়াসিম কবিরাজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন , প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল, মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি শরিফ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
