কুষ্টিয়ায় বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
কুষ্টিয়ার খোকসায় বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার পাতিলডাঙ্গী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

কুষ্টিয়ায় বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
আটকরা হলেন- আসিফ (১৯) ও সোবাহান (৩৫)। আসিফ উপজেলার হিজলাবট গ্রামের আব্দুল মতিনের ছেলে ও সোবাহান ঢাকা আশুলিয়ার সাধুপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পুলিশ খোকসা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রামে অভিযান চালায়। এসময় তিনজন আরোহীরসহ একটি মোটরসাইকেল পুলিশের গাড়ির সামনে পড়ে। পরে এক আরোহী পালিয়ে যান। পরে দুজনকে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
খোকসা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় আটকদের নামে মামলার প্রস্তুতি চলছে।
