কুমারখালীতে তালের রস পঁচিয়ে তারি বিক্রির দায়ে ৬ জন কে কারাদণ্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে তালের রস পঁচিয়ে তারি বিক্রির দায়ে ৬ জন কে কারাদণ্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৯, ২০২৩
কুমারখালীতে তালের রস পঁচিয়ে তারি বিক্রির দায়ে ৬ জন কে কারাদণ্ড

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে। কুমারখালীতে তালের রস পঁচিয়ে তারি সেবন এবং বিক্রির অভিযোগে ৬ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে।

কুমারখালীতে তালের রস পঁচিয়ে তারি বিক্রির দায়ে ৬ জন কে কারাদণ্ড

কুমারখালীতে তালের রস পঁচিয়ে তারি বিক্রির দায়ে ৬ জন কে কারাদণ্ড

কুমারখালীতে তালের রস পঁচিয়ে তারি বিক্রির দায়ে ৬ জন কে কারাদণ্ড

সোমবার বিকেলে কুমারখালী নন্দলালপুর এলঙ্গীপাড়া ক্লিক মোড়ে অভিযান চালিয়ে। কুমারখালী ছেউড়িয়া গ্ৰামের মুনসুর আলীর ছেলে শাহাবুদ্দিন আলী, বারিক সেখের ছেলে শরিফ ,গোকুল শেখ , মোজাফফর হোসেন, চাঁদ মল্লিক,কালাম হোসেন, জাহাঙ্গীর কে তারি ক্রয়-বিক্রয় ও সেবনরত অবস্থায় ৬ জন ব্যক্তিকে ঘটনাস্থলে আটকপূর্বক মোবাইল কোর্ট আইন এর আওতায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড আরোপ করা হয় এবং জব্দকৃত আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী উপজেলা সহকারী (ভূমি) আমিরুল আরাফাত বলেন, তালের রস পঁচিয়ে যে তাড়ি প্রস্তুত করা হয় সেটি ‘গ’ শ্রেণির মাদকদ্রব্য এবং তাড়ি সেবন অথবা ক্রয়/বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।

কুমারখালীতে তালের রস পঁচিয়ে তারি বিক্রির দায়ে ৬ জন কে কারাদণ্ড

নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়ার ক্লিক মোড়ে তাড়ি ক্রয়-বিক্রয় ও সেবনরত অবস্থায় ৬ জন ব্যক্তিকে ঘটনাস্থলে আটকপূর্বক মোবাইল কোর্ট আইন এর আওতায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড আরোপ করা হয় এবং জব্দকৃত আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

আরও পড়ুন: