কুষ্টিয়ায় ডেঙ্গুতে একজনের মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৩০, ২০২৩
কুষ্টিয়ায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

কুষ্টিয়ায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত ওই নারীর নাম আছিয়া খাতুন(২৫)। তিনি কুষ্টিয়ার সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন এলাকার লাল চাঁদ আলীর স্ত্রী।

কুষ্টিয়ায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

কুষ্টিয়ায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

কুষ্টিয়ায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

তিনি আরও জানান, মঙ্গলবার রাত ৯টায় ওই নারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। তবে ওই নারী ডেঙ্গু জ্বর সহ নানা রোগে ভুগছিলেন তিনি।

এদিকে হাসপাতালের দেয়া তথ্য মতে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, এ জেলায় প্রায় প্রতিদিনই এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মশা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: