কুষ্টিয়ায় স্যালাইন ডিএনএস সংকট, ভোগান্তিতে রোগীরা
দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ছে আইভি ফ্লুইড বা স্যালাইনের। কিন্তু বাজারে চলছে স্যালাইনের সংকট। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) স্যালাইন ইউনিটটি বন্ধ থাকাতেই এই সংকট এতটা তীব্র হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়ায় স্যালাইন ডিএনএস সংকট, ভোগান্তিতে রোগীরা।

কুষ্টিয়ায় স্যালাইন ডিএনএস সংকট, ভোগান্তিতে রোগীরা
তবে এ বিষয়ে কুষ্টিয়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন উৎপাদন বন্ধ থাকায় ঔষুধ কোম্পানীর গাফলতি, ব্যবসায়িকদের সিন্ডিকেটের কারণে এ স্যালাইন সংকট দেখা দিচ্ছে। তবে কুষ্টিয়ার দুইটি পয়েন্টে হাসপাতাল সংলগ্ন এবং কলেজ মোড়ের কয়েকটি ফার্মেসীগুলোতে দেওয়া হচ্ছে স্যালাইন। অন্যকোন ফার্মেসীগুলোতে দেওয়া হচ্ছে না স্যালাইন। স্যালাইন মজুদ বা ষ্টোকের অভিযোগ পেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে ভোক্তা অধিদপ্তর বলে তিনি জানান।
এদিকে বেসরকারী ক্লিনিকের রোগীরা পাচ্ছেন না ঠিকমত স্যালাইন। কয়েকটি ফার্মেসীগুলোতে ঘুরে ঘুরে বেশি দামে কিনতে হচ্ছে স্যালাইন বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনেরা।
তবে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ আশরাফুল ইসলাম বলেন জেনারেল হাসপাতালে এখনও সবধরনের স্যালাইন আছে তবে ডিএনএস নামক স্যালাইনটি একটু সংকটে আছে। অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে কয়েকদিনের ভিতর সেগুলো চলে আসবে বলে তিনি বলেন।
![]()
