মিরপুরে ডাকাতি মামলায় তিনজনের আট বছর কারাদণ্ড
কুষ্টিয়ার মিরপুরে ডাকাতি মামলায় ইমারত আলী, শাহ জামাল, সিরাজ মল্লিক নামে তিনজনের আট বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

মিরপুরে ডাকাতি মামলায় তিনজনের আট বছর কারাদণ্ড
সোমবার দুপুরের দিকে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম অভিযুক্তদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। সাজা প্রাপ্ত হলেন মিরপুর উপজেলার মিরপুর গ্রামের জিয়ারত আলীর ছেলে ইমারত আলী, বাসের ছেলে শাহ জামাল এবং হারুন মল্লিকের ছেলে সিরাজ মল্লিক।
আদালত সূত্রে জানা যায় গত ২০১৫ সালের ১৩ এপ্রিল ভুক্তভোগী মারফত আফ্রিদীসহ দুইজন মোটর সাইকেল করে রাতের দিকে মিরপুর থেকে দৌলতপুর যাওয়ার পথে চিথলিয়া নামক স্থানে পৌছানো মাত্র অজ্ঞাত নামা তিন চারজন দুস্কৃতিকারী রাস্তার মাঝখানে গাছের গুড়ি ফেলে পথরোধ করে তাদেরকে মারপিট করে চোখ, মুখ বেঁধে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে এ বিষয়ে মিরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
![]()
গত ২০১৫ সালের ৩১ জুলাই তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ করে অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষনা করেন।
