কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৬, ২০২৩
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা-২০২৩-২৪ সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা

শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্ররফসর মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) প্রফসর ড. শেখ আব্দুস সালাম।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

বিশেষ অতিথি ছিলেন, প্রে-ভিসি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভুঁইয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্টার এইচ.এম. আলী হোসেন। বক্তব্য রাখেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার (প্রশাসন) চন্দন কুমার, কুষ্টিয়ার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মনজুর কাদির ও এটিএন নিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) প্রফসর ড. শেখ আব্দুস সালাম বলেন, মানবতা, নৈতিকতা, বিবেকবোধ ও শুদ্ধআচরন একজন মানুষকে পরিপূর্ণতা আনে। সবক্ষেত্রে এসব গুনবালি বিরাজমান হলে সমাজিক বা পরিবারিক অস্থিরতা হ্রাস পাবে। পাশাপাশি জবাবদিহিতা থাকলে অনিয়ম ও দুর্নীতি বন্ধ হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও আমন্ত্রিত সুধীজন অংশ নেয়।

আরও পড়ুন: