কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা-২০২৩-২৪ সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা
শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্ররফসর মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) প্রফসর ড. শেখ আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, প্রে-ভিসি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভুঁইয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্টার এইচ.এম. আলী হোসেন। বক্তব্য রাখেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার (প্রশাসন) চন্দন কুমার, কুষ্টিয়ার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মনজুর কাদির ও এটিএন নিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম।
![]()
সভায় প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) প্রফসর ড. শেখ আব্দুস সালাম বলেন, মানবতা, নৈতিকতা, বিবেকবোধ ও শুদ্ধআচরন একজন মানুষকে পরিপূর্ণতা আনে। সবক্ষেত্রে এসব গুনবালি বিরাজমান হলে সমাজিক বা পরিবারিক অস্থিরতা হ্রাস পাবে। পাশাপাশি জবাবদিহিতা থাকলে অনিয়ম ও দুর্নীতি বন্ধ হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও আমন্ত্রিত সুধীজন অংশ নেয়।
