ছেউড়িয়া মন্ডলপাড়ায় মাদকসহ দুইজন জনগণের হাতে আটক
কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেউড়িয়া মন্ডলপাড়া চর এলাকায় নেশা জাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে জনগণ।

ছেউড়িয়া মন্ডলপাড়ায় মাদকসহ দুইজন জনগণের হাতে আটক
শুক্রবার দুপুরের দিকে চাপড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিপন মন্ডল সহ স্থানীয় এলাকার সচেতন যুবকেরা ছেউড়িয়া মন্ডলপাড়া চর এলাকার ফুটবল খেলার মাঠের সামনে থেকে ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী জনগনের হাতে আটক হয়।
আটককৃতরা হলেন ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকার মৃত কদম মন্ডলের ছেলে মানিক মন্ডল (৪৫) ও কুষ্টিয়া শহরতলীর চর মিলপাড়া এলাকার নাটু হোসেনের ছেলে শান্ত হোসেন (২০)।
পরবর্তীতে কুমারখালী থানাধীন বাধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিরাজুল ইসলাম সহ সংগীয় ফোর্সের হাতে মাদক সহ দুইজন মাদক ব্যবসায়ীদের তুলে স্থানীয় জনগন।
![]()
এবিষয়ে বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিরাজুল ইসলাম জানান,জনগন আটক করে মাদক সহ দুইজন মাদক ব্যবসায়ীদের আমাদের কাছে তুলে দিয়েছেন। তাদের কুমারখালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
