ছাত্রলীগ নেতা জয়নালের নেতৃত্বে মাহবুবউল আলম হানিফ নৌকা পাওয়ায় কুষ্টিয়ায় আনন্দ মিছিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ছাত্রলীগ নেতা জয়নালের নেতৃত্বে মাহবুবউল আলম হানিফ নৌকা পাওয়ায় কুষ্টিয়ায় আনন্দ মিছিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৩
ছাত্রলীগ নেতা জয়নালের নেতৃত্বে মাহবুবউল আলম হানিফ নৌকা পাওয়ায় কুষ্টিয়ায় আনন্দ মিছিল

কুষ্টিয়া-৩ আসনে বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দ্বাদশসংসদ নির্বাচনে পূণরায় দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পাওয়ায় রোববার সন্ধ্যায় কুষ্টিয়া শহরে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।

ছাত্রলীগ নেতা জয়নালের নেতৃত্বে মাহবুবউল আলম হানিফ নৌকা পাওয়ায় কুষ্টিয়ায় আনন্দ মিছিল

ছাত্রলীগ নেতা জয়নালের নেতৃত্বে মাহবুবউল আলম হানিফ নৌকা পাওয়ায় কুষ্টিয়ায় আনন্দ মিছিল

ছাত্রলীগ নেতা জয়নালের নেতৃত্বে মাহবুবউল আলম হানিফ নৌকা পাওয়ায় কুষ্টিয়ায় আনন্দ মিছিল

কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের নেত্বতে কুষ্টিয়া সদরের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী সমর্থকেরা কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় হানিফ সমর্থকদের আনন্দ মিছিল জনস্রোতে পরিনত হয়। আওয়ামীলীগের সহযোগী সংগঠনের ব্যানারে সমর্থকরা এই আনন্দ মিছিল বের করে ।

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়া-৩ আসন থেকে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। আনন্দ মিছিলে কুষ্টিয়ার উন্নয়ন অগ্রযাত্রায় মাহবুবউল আলম হানিফ এমপিকে পূণরায় দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মিছিলে অংশগ্রহনকারী দলীয় নেতাকর্মীরা।

এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল শেষে পথচারী সবাইকে মিষ্টি বিতরন করেন। আনন্দ মিছিলের আয়োজক জয়নাল আবেদীন জানান, কুষ্টিয়া-৩ সংসদীয় আসন জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র ঘাটি। তিনিই এই আসনের একমাত্র যোগ্য ব্যক্তি। মাহবুব উল আলম হানিফ এমপিকে পূনরায় এই সংসদীয় আসনে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আগামী ৭ জানুয়ারী তারিখে অনুষ্ঠিত হতেযাওয়া জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকা প্রতীক বিপুল ভোটে জয়ী হবে। এই ছাত্রনেতা আগামী ৭ তারিখে নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে নেতাকর্মীদের নিয়ে এক পথসভাও করেন। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ইমরান শেখ ইমন, মোঃ সৌরভ হোসেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক ছাত্রলীগ নেতা এবিএম সালমান রহমান শাপলা সহশতাধিক নেতাকর্মী।