কুমারখালী চাপড়া ইউনিয়নে আ.লীগের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়া কুমারখালীতে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র প্রচারের লক্ষ্যে চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাপড়া ইউনিয়নের মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।

কুমারখালী চাপড়া ইউনিয়নে আ.লীগের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতি লীগের সহ সভাপতি এ্যাড. নিজামুল হক চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামূল হক মঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন সহ প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে , ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি বলেন, দেশীয় একটি চক্র মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগ কে ক্ষমতাচ্যুত করতে চায়। আমরা তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে জানি। যখনি তারা ক্ষমতায় এসেছে কোন না কোন ভাবে তারা আ’লীগের নেতা কর্মীদের হত্যা করে । আমার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন হয়েছে সেই গুলো দৃশ্যমান, আমি নিজের মুখে কিছুই বলবো না কুমারখালী – খোকসাতে যে উন্নয়ন হয়েছে সেই গুলো আপনারা দেখবেন সবাই। যে গুলো করতে পারিনি সেই’ সমস্ত দোষ আমার নিলাম । যে উন্নয়ন গুলো করতে পেরেছি সেই গুলোর ভাগীদার আপনারা সবাই।
