বিশেষ প্রতিনিধি ॥ আলোকিত মানুষ গড়াই আমাদের উদ্দেশ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে, কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর মর্নিং সান কিন্ডার গার্ডেনে অভিভাবক ও সুধী সমাবেশ এবং বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মর্নিং সান কিন্ডার গার্ডেন আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে কুষ্টিয়া পৌর সভার সাবেক এক্সেন ও মর্নিং সান কিন্ডার গার্ডেন পরিচালনা পর্ষদের সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে, এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, ঢাকা সোস্যাল জর্জ নারী ও শিশু কোর্ট গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. আব্দুল লতিফ, পিটিআই’র অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট অশীম কুমার শাহ, সোনালী ব্যাংক এজিএম আনিচুর রহমান, অগ্রণী ব্যাংক এসপিও রিপন উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আহমেদ খান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদশা মোল্লা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও সেলিম উদ্দিন। সার্বিক তত্বাবধানে ছিলেন উক্ত কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষিকা জাহানারা খাতুন।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। একটি সুস্থ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবে এ দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় জনগণের পাশে থেকেছেন। আজ তিনি অসুস্থ, সকলে তার জন্য দোয়া করবেন। তিনি যেনো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এছাড়া আগামীর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
