খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৮, ২০২৪

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযজ্ঞ মর্যাদায় উদযাপিত হয়েছে। দিনের কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, শহীদ বেদীতে ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, মুক্তযোদ্ধাদের সালাম গ্রহন, খোকসা সরকারি স্কুল মাঠে কুচকাওয়াজ ও শিশু-কিশোরদের ডিসপ্লে প্রদর্শন প্রদর্শিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল আখতার। উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হাওলাদার, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা সাহিনা রাণী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডঃ কামরুজ্জামান সোহেল সহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এদিকে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানান কর্মসূচী পালিত হয়েছে।