খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে খোকসা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। গ্রেপ্তার মোক্তার হোসেন (৩০) রাজবাড়ীর কালুখালী উপজেলার সাদারচর গ্রামের মৃত হাফেজ খাঁ এর ছেলে এবং নূর আলম (৩৬) নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পশ্চিম মাসডাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার খোকসা থানায় নিয়মিত মামলার এজাহার নামীয় চুরি মামলার আসামি মুক্তার ও নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের দিকনির্দেশনায় ও খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মুক্তার ও নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়।
