কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে আগামী দ্বাদশ নির্বাচন উপলক্ষে ৬ টি ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২ই (ডিসেম্বর) বিকেলের দিকে জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ মাঠে ওয়ার্ড কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস শকীব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.বাবুল আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়ার কোর্টের অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল। আবু তালেব ডিগ্রী কলেজ পর্ষদের সভাপতি জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা, সিরাজুল ইসলাম মুকুল, পৌর ছাত্রলীগের সভাপতি এম,এইচ রিদয়, সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান বদিয়ার, কাউসার মাহমুদ, ইউপি সদস্য মনির, মিজান, আক্কাস সহ আর ও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন। জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী জোয়ার্দার। উল্লেখ্য যে, আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী (এমপি) সেলিম আলতাফ জর্জের নৌকা প্রতীকে ভোট দিয়ে ৭ তারিখে বিপুল ভোটে বিজয় সুনিশ্চিত করতে মাঠ পর্যায়ে কর্মীদের নৌকায় ভোট চাওয়ার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়।
