খোকসায় ক্রয়কৃত জমি দখল নিতে গিয়ে চুরির আসামি হলেন সাবেক ইউপি সদস্য - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ক্রয়কৃত জমি দখল নিতে গিয়ে চুরির আসামি হলেন সাবেক ইউপি সদস্য

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০২৪

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা সমষপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইরফান খানের  বিরুদ্ধে মারপিট, শীলতাহানি ও চুরি সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বর্তমান ইউপি সদস্য আসমাউল হুসনা কবিতার বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মোঃ ইরফান খান (৫৫) বলেন গত সাত বছর আগে আসমাউল হুসনা কবিতার তালাকপ্রাপ্ত স্বামী মো. মজিবর রহমান নিকট থেকে আমি ১৬ শতক জমি ক্রয় করে দখল নিতে পারছি না। যার দলিল ও মিটিয়েশন করা হয়েছে তবুও জমির উপর গেলে বিভিন্ন ভাবে আমার উপর মিথ্যা মামলা চাপিয়ে হয়রানি করা হচ্ছে এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর আমি সহ ৮ জন নীরহ ব্যক্তির নামে খোকসা থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

এ বিষয়ে তিনি আরও বলেন, জমি সংক্রান্ত সালিশ দরবার নিয়ে স্থানীয় মক্কেল মাতব্বরসহ থানায় একাধিক বার বসাবসী করেও এর সরুহা মেলেনি, তবে আমার যদি জমির কাগজ ঠিক না থাকে, তাহলে আমি কখনো ওই জমির সিমানায় যাব না। আমি সুস্থ বিচারের কামনা করি, তবে থানা পুলিশ তদন্ত না করেই আমার আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করেছেন। এ ঘটনার সত্যতা জানতে গেলে সমষপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে ইউপি সদস্য আসমাউল হুসনা কবিতা (৪২) বাড়ির উপর গেলে, তার ঘরের  সমস্ত আসবাবপত্র এলোমেলো দেখা যায়, সে সময় তিনি দাবি করেন ইরফান মেম্বার ও তার দলবল নিয়ে তার বাড়ির উপর এসে মারধর, ভাঙচুর লুটপাট ও ডাকাতি করেছেন। ঘটনার বর্ণনায় তিনি বলেন সকাল ১১ টার দিকে এই কর্মকান্ড তারা চালায়। তবে থানা পুলিশের এজাহারের সাথে তার কথার কোন মিল পাওয়া যায়নি, এজাহারে লেখা রয়েছে চুরি হয়েছে, কিন্তু কবিতার দাবি ডাকাতি হয়েছে। চুরি হয়ে থাকে তাহলে সকলের সামনে সেটা তো চুরি হয় না, ডাকাতি হয়।

এই প্রশ্নের জবাব তিনি না দিতে পেরে ক্যামেরার সামনে আর কথা বলতে রাজি হননি। তবে এ ঘটনা বর্ণনায় তার আপন চাচা অ্যাডভোকেট একে মনিরুল ইসলাম চাঁদ বলেন ঐদিন আমি বাড়িতেই ছিলাম। কবিতার বাড়িতে এরকম কোন ঘটনা ঘটেনি, তবে যে কথাগুলো উঠেছে ইরফানের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কবিতার আপন চাচী বলেন তবে ঐদিন ও নিজেই ঘরের মধ্যে সবকিছু এলোমেলো করে ভাঙচুর করে ওই সকল নিরহ ব্যক্তিদের নামে মিথ্যা মামলা দিয়েছে এরকম কোন ঘটনা এখানে ঘটেনি। এ ঘটনায় রুবেল বলেন মূলত ইরফানের ক্রয়কৃত জমি দখল দিবে না বলে তিনি এরকম মিথ্যা তালবাহানা করছে তবে তার কার্যকলাপ মোটেও ভালো না। এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন সমষপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে গত ২৩ ডিসেম্বর সকালর দিকে চুরি ডাকাতির ঘটনায় ৮ জনকে আসামী করা হয়েছে ।