খোকসাতে যুবলীগ নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসাতে যুবলীগ নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২৪

কুষ্টিয়ার খোকসাতে যুবলীগ নেতা ও খোকসা ইউনিয়ন পরিষদের মেম্বার উজ্জ্বল হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে শুক্রবার বিকালে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খোকসাতে যুবলীগ নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এসময় মরহুম স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া – ৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাপ্পী বিশ্বাস রাজু, আহ্বায়ক সদস্য আমি আনিসুর রহমান লিটন মোল্লা সহ আরো অনেকেই এই সময় উপস্থিত ছিলেন।