কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০জন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে মোট ১০ জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মিরপুর ও ভেড়ামারা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাগন এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০জন
দলীয় প্রার্থীগনের মধ্য হতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের হাসানুল হক ইনু, জাতীয় পার্টির ড: শহীদুল ইসলাম ফারুকী, বিএনএম এর শেখ আরিফুর রহমান, ইসলামিক ফ্রন্টের অধ্যাপক বাবুল আকতার, সাম্যবাদী দলের আনোয়ার হোসেন বাবলু।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিন, বিএমে কুষ্টিয়া ও কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মুসতানজিদ লোটাস, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার ইফতেখার মাহমুদ, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সদস্য শরিফুজ্জামান নবাব ও সৈয়দ কামরুল আরেফিন।
