কুষ্টিয়া সীমান্তে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২৪

নিজ সংবাদ \ \ কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ ফটিক মন্ডলের ছেলে মোঃ ছোটন মন্ডল (৩০) এবং একই গ্রামের নওশাদ মন্ডলের মেয়ে মোছাঃ তিনা খাতুন (২৭)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সুত্রে জানা যায়, নাঃ সুবেঃ মোঃ শহিদুল ইসলাম নেতৃত্বে গতকাল মঙ্গলবার (২৭ ফেব্র“য়ারি) সকাল সাড়ে ৮ টার সময় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা কালে বিজিবি’র আশ্রায়ন বিওপি’র ১৫৪ নং সীমান্ত পিলার এলাকার মুন্সিগঞ্জ নৌকাঘাট থেকে ছোটন মন্ডল ও তিনা খাতুন কে এক কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে। বিজিবি সূত্রে আরও জানানো হয়েছে,  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার (২৭ ফেব্র“য়ারি) কুষ্টিয়ার দৌলতপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।