কুষ্টিয়া সদর হাসপাতালে সরকারি ঔষুধ না দিয়ে রোগীর সাথে অশালীন আচরণের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সদর হাসপাতালে সরকারি ঔষুধ না দিয়ে রোগীর সাথে অশালীন আচরণের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৪

গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঠান্ডা, জর ও মাজা ব্যাথা নিয়ে রহিনুর (২৮) নামে এক রোগী বর্হিবিভাগে ৭খ কক্ষে মেডিসিন ডাক্তার দেখান, ডাক্তার তার প্রেসক্রিপশন করেন এবং হাসপাতাল থেকে সরকারি ঔষধ সংগ্রহ করার জন্য চিরকুট লিখে দেন, পরে ঐ রোগী অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের ফার্মেসীতে দীর্ঘ লাইনে দাড়িয়ে ঔষধ সংগ্রহের প্রেসক্রিপশন ও চিরকুট জমা দেন।

কুষ্টিয়া সদর হাসপাতালে সরকারি ঔষুধ না দিয়ে রোগীর সাথে অশালীন আচরণের অভিযোগ

তখন জান্নাতুন ফেরদৌস নামে ঐ ফার্মাসিস্ট ঐষধ না দিয়ে উল্টো প্রশ্ন করেন এই প্রেসক্রিপশন কার, রোগী উত্তরে বলেন আমার, ফার্মাসিস্ট জান্নাতুন ফেরদৌস বলেন এই প্রেসক্রিপশন আপনার না, রোগীর কাছে থাকা আইডি কার্ড বের করে দেখান আমি রোগী আমার প্রেসক্রিপশন ও আইডি কার্ডটি দয়াকরে মিলেয়ে দেখতে বলেন, মিলিয়ে দেখার পরও তাকে ঔষধ না দিয়ে ফিরেয়ে দেন এবং ঔষধ বিতরন না করে প্রেসক্রিপশনে ঔষধ বিতরন সরবরাহের সিল বসিয়ে দেন যা বেআইনি । পরে ঐ রোগী ফার্মাসিস্ট এর পিছন দরজা দিয়ে ফার্মাসিস্টের কাছে জানতে চান আমার ঔষধ দিবেন না কেনো, তখন তিনি বলেন এটা আপনার প্রেসক্রিপশন না আপনাকে ঔষধ দেওয়া যাবে না, এক পর্যায়ে দায়িত্বে থাকা ফার্মাসিস্ট জান্নাতুন ফেরদৌস রোগীর সাথে অশালীন আচরন করেন এবং বের হয়ে যাওয়ার জন্য উত্তেজিত হয়ে কথা বলতে থাকেন, কেমন উত্তেজিত মেজাজ সেটা ছবির দিকে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে। এক পর্যায়ে ফার্মাসিস্ট জান্নাতুন ফেরদৌসের সাথে থাকা আরও কয়েকজন ফার্মাসিস্ট ঐ অসুস্থ রোগীর উপর মারমুখী ক্ষীপ্ত আচারন করেন। রোগী বের হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের রুমে গিয়ে ডা: তাপস কুমার সরকারের কাছে বিষয়টি মৌখিক ভাবে জানান। একজন অসুস্থ রোগী হাসপাতালে যাবে এবং সেখান থেকে চিকিৎসাসহ সরকারি ঔষধ দিয়ে সহয়তা করবে এটা সরকারির একটি দায়িত্ব, ঔষধ থাকা অবস্থায় ঔষধ সরবরাহ না করে রোগীর সাথে অসভনআচারন এটা মোটেও কাম্য নয় বলে দাবী করেন সচেতন মহল। ঐ রোগীর ঔষধ না দিয়ে তার সাথে অসভন আচারনের বিষয়ে প্রতিবেদক আবাসিক মেডিকেল অফিসারের ডা: তাপস কুমার সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন এবিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি রোগীর সাথে এমন আচারন ও ঔষধ না দিয়ে ঔষধ বিতরন সিল বসিয়ে দেওয়া একটি আইনত অপরাধ, আমরা এর ব্যবস্থা গ্রহন করবো। ইতিপূর্বে এই ফার্মাসিস্ট জান্নাতুন ফেরদৌসেরে বিরুদ্ধে রোগীদের সাথে অশালীন আচরনের অভিযোগ রয়েছে। ঐ রোগী আরও বলেন তিনি ফার্মাসিস্ট জান্নাতুন ফেরদৌসেরে বিরুদ্ধে আদালতে মামলার প্রস্তুতী নিচ্ছেন বলে জানান।