কুষ্টিয়া র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৭, ২০২৪

অস্ত্র মামলায় আদালত থেকে জামিন পেয়ে চলে যান আত্মগোপনে। নাম বদল করে কাজ নেন ভাংরীর দোকানে। তবুও শেষ রক্ষা হলোনা। অবশেষে অস্ত্র মামলার পলাতক আসামিকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি -১।

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় তাকে ফরিদ জেলার কোতয়ালী থানাধীন রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী লালন হোসেন (৩৫) কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের শুকুর আলীর ছেলে। আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার বিকেল ৪ টায় প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ১২, সিপিসি -১ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ। তিনি জানান, ২০১৫ সালের মে মাসে কুমারখালীর বাগুলাট ইউনিয়নের মনোহরপুর গ্রামের আনার ডাক্তারের বাঁশ বাগানের মধ্যে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে অবস্থান করাকালে গ্রেফতার হন লালন হোসেন। এঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-৫, তাং- ২১ মে ২০১৫, ধারাঃ-১৮৭৮ সালে অস্ত্র আইনের ১৯-এ, জিআর-৪২/১৫। উক্ত মামলার বিচারিক কার্যক্রম শেষে বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১ কুষ্টিয়ার বিচারক আসামীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। তিনি আরো জানান, মামলায় আটক হওয়ার পর প্রায় ৬ মাস জেল খেটে জামিনে মুক্তি পান মোঃ লালন হোসেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। জামিনের পর থেকে ফরিদপুর চলে যায় এবং সেখানে তিনি ভাংরীর দোকানে দৈনিক দিন মজুরি হিসেবে কাজ করে এবং নিজের পরিচয় গোপন রেখে তাকে ‘আপন’ নামে পরিচয় দিয়ে পলাতক অবস্থায় বসবাস করে। উক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ দিকনির্দেশনায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প র‌্যাব-১২ এবং র‌্যাব-১০, সিপিসি-৩ এর যৌথ অভিযানে সকাল সাড়ে ৮ টায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।