নিজ সংবাদ ॥ কুষ্টিয়া মেডিকেল কলেজ পূর্ণাঙ্গরূপে চালুর দাবী এবং পরিদর্শন করলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) এসময় সোহরাব উদ্দিন কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালক ডা. আনোয়ারুল কবিরের সাথে সাক্ষাৎ করেন এবং তার লেখা বই “জাতীয়তাবাদ রাজনীতি ও দেশপ্রেমের ছন্দপতন” অধ্যক্ষের হাতে তুলে দেন। এসময় কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসআর শিপন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মেডিকেল কলেজ পরিদর্শন শেষে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ করেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
