কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা। প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পূর্বাচল এক্সপ্রেসওয়েসহ ১৫টি প্রকল্পের উদ্বোধন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৪টি প্রকল্পের উদ্বোধন করেন ।

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৪টি প্রকল্পের একটির অধীনে, সারা দেশে ২০২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ভবন নির্মাণ হবে। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে চারটি ডে কেয়ার সেন্টারেরও উদ্বোধন করেন। তিনি মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে দুটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রও খুলবেন, যেগুলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল দশ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কর্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুষ্টিয়ায় কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় ভবন, মোকারিমপুর মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় ভবন, ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয় ভবন, খোকসা’র আলহাজ্ব সাইদুর রহমান মন্টু কলেজ ভবন, ভেড়ামারা টেকনিক্যাল স্কুল ও কলেজ ভবন, হোসেনাবাদ টকনিক্যাল স্কুল ও কলেজ ভবন, স্বস্তিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং খাজানগর জামেয়া আরবিয়া দাখিল মাদ্রাসা’র উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণভবনে প্রধান মন্ত্রীর সাথে যুক্ত হয়েছিলেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এইচ এম আবদুর রকিব, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ. কা. ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. সরোয়ার জাহান চৌধুরী, কুষ্টিয়া মেডিকেল কলেজের অর্থপেডিক বিভাগের অধ্যাপক ডা. এ এইচ এম মাহাবুব হাসান, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দেলবার হোসেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়িন সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল ইসলাম রতন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এস এম মোস্তানজিদ, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভোড়ামার পৌরসভার সাবেক মেয়র ও ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন, খোকসা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শিলা রাণী, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ।
সাংগঠনকি সম্পদক আমজাদ হোসনে রাজু, এ্যাড. হাসানুল আসকার হাসু, মাযহারুল আলম সুমন, জেলা মহিলালীগের সভাপতি জেবুন নিসা সবুজ, শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার, সাধারণ সম্পাদক মানব চাকী, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল, জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুল হক পুলক এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।
