কুষ্টিয়া বিশ প্রয়োগে ৩ লাখ টাকার গরুর মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া বিশ প্রয়োগে ৩ লাখ টাকার গরুর মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২১, ২০২৪

নিজ সংবাদ ॥ গত ১৭ মার্চ মঙ্গলবার শত্র“তাবশত গোখাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকা মূল্যের একটি গরুর মেরে ফেলার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা বাজারস্থ আল মদিনা অটো রাইচ মিলের ভিতরে অবস্থিত শামসুদ্দিন মেম্বরের গরুর খামারে। এ ঘটনায়  আরোও ৩টি গরু অসুস্থ রয়েছে। সেগুলোর অবস্থাও আশংকাজনক।আল মদিনা অটো রাইচ মিলের স্বত্ত্বাধিকারী লিটনউজ্জামান বাবু জানান,  আইলচারা বাজারস্থ তার মিলের ভীতর গো-খামারে কয়েকটি গরু রয়েছে। মঙ্গলবার সকালে সেগুলোকে খাবার দেওয়ার জন্য তার পুত্র আরিফুজ্জামান আবিরকে পাঠায়। আবির গরুগুলোকে খাবার দিয়ে সকাল ৮টায় বাড়িতে চলে আসে। সকাল ৯টায় মিলের শ্রমিক কর্মচারীরা সেথানে গিয়ে একটি বড় গরু মৃৎ অবস্থায় দেখতে পায়। ওই সময় অন্যান্য ৩ টি গরু যন্ত্রনায় ছটফট করে হাত-পা আচড়াচ্ছিলো। এমতাবস্থায় মিলের মালিক সেখানে পৌছে ডাক্তারকে খবর দেয়। স্থানীয় পশু চিকিৎসকরা সেখানে এসে একটি গরু মৃৎ নিশ্চিত করে ও অন্যান্য গরুগুলোকে চিকিৎসা প্রদান করে কিছুটা সুস্থ করে। পরে চিকিৎসক ও স্থানীয়রা গরুর চাড়ির মধ্যে ইউরিয়াসহ কীটনাশক দেখতে পায়। ওই কীটনাশক খেয়েই গরুটি মারা গেছে বলে পশু চিকিৎসক মারফত আলী নিশ্চিত হন। অন্যান্য গরুগেুলোর চিকিৎসা চলছে।