কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৫

আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছি: প্রকৌশলী জাকির সরকার

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা জোরদারে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান, গতকাল শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সাদ্দাম বাজার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতা আব্দুল মতিন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। অনুষ্ঠানে পরিচালনা করেন পৌর ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান লাল ও সাংগঠনিক মনিরুজ্জামান হাফিজ। সার্বিক তত্বাবধানে ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের শ্রম বিষয়ক সম্পাদক জাফর উদ্দিন, ১৮ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক পবন ইসলাম, শহর ছাত্র দলের আহবায়ক কমিটির সদস্য সংগ্রাম হোসেন সাইফ প্রমূখ। সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এলাকার সার্বিক সমস্যা ও সমাধান নিয়েও আলোচনা হয়।

এসময় প্রধান অতিথি কুতুব উদ্দিন আহমেদ বলেন, আপনারা আমরা সবাই জানি দীর্ঘ ১৭ বছর আমাদের ভোটের যে আকাঙ্খা রয়েছে। আমরা ২০১৪ সাল থেকে ভোটারদের প্রস্তুত করেছি এবং আমাদের পক্ষে ভোট দেওয়ার মানসিকতা তৈরী করেছি। আমাদের লক্ষ্য একটাই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। কিন্তু দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদী ব্যবস্থাপনার কারনে, গত তিনটি জাতীয় নির্বাচনে আমাদের যে প্রস্তুতি, আমরা কোন কিছুকে কাজে লাগাতে পারি নাই। তবে গত বছরের জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, আমাদের যে আকাঙ্খা, আমাদের দমিয়ে রাখার যে প্রচেষ্টা সেটা থেকে বের হয়ে আসতে পেরেছি। আমরা আশা রাখছি আগামী ২০২৬ সালে ত্রয়োদশ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা দীর্ঘদিন থেকে যে আশা আকাঙ্খা রয়েছে, তা পূরন হতে যাচ্ছে।

এদেশকে এগিয়ে নিতে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে। জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কাজ করলে ধানের শীষের বিজয় সু নিশ্চিত হবে। আর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান বক্তা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামের পরে আমরা এই দেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছি। ইতিমধ্যে ২০২৬ সালের ফেব্রুযারি মাসে নির্বাচনের রুপরেখা ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনারা জানেন এদেশের একটি দল, এই নির্বাচনে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনকে বিলম্বিত, ভন্ডুল করার জন্য তারা একেকে সময়ে একেক অভিযোগ, আব্দার নিয়ে হাজির হচ্ছে।

কিছুদিন আগে তারা পিআর নিয়ে আন্দোলন করেছিলো, কিন্তু এদেশের মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি। এরপর তারা গনভোটের এক অলিক দাবি নিয়ে তারা হাজির হয়েছিলো। ইতিমধ্যে তাদের দাবিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেটাকে নাকোচ করে সংসদ নির্বাচনের দিনে গনভোটের প্রস্তাবনা দিয়েছেন। এবার তারা নতুন দাবি নিয়ে হাজির হয়েছে, বিরোধী দল থেকে তাদের নাকি উপ-প্রধানমন্ত্রী দিতে হবে। এসব বাহানা করার একটাই কারন তারা জানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে এমপি হয়ে তারা ক্ষমতায় যেতে পারবে না। বিগত সময়ে তিনবার জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান নির্বাচন করেছেন, সেই তিনবারের ভোট একত্রিত করলেও এমপি হওয়ার যোগ্যতা তিনি রাখেন না। তাদের জনসমর্থন না থাকায় বিভিন্ন দাবি জানাচ্ছে।

জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতায় আসতে চান। এসব বাদ দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচনে আসুন, এদেশের মানুষ সামগ্রিকভাবে দাঁতভাঙা জবাব দিবে। তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, এই দাবিগুলো তারেক রহমানের মনের কথা নয়, জনগণের মনের কথা। ধর্মবর্ন নির্বিশেষে সকলকে সাথে নিয়ে দেশকে সুন্দরভাবে রেপোজিশন করবো। সবকিছু ৩১ দফার মধ্যে রয়েছে। আমরা কুষ্টিয়াকে কিভাবে উন্নয়ন করবো সেটাও এই ৩১ দফার আলোকে করবো। কুষ্টিয়ার তরুন যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা যে পরিকল্পনা করেছি দেশের মধ্যে কুষ্টিয়া হবে একটি আধুনিক জেলা। দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়ন ও  মানুষের সকল সমস্যা সমাধানে আগামী নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলে মিলেমিশে সুশৃঙ্খল ভাবে নির্বাচনী প্রচারনা করেন এবং আমাদের কর্মসূচির বার্তা পৌছে দিন। মতবিনিময় সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।