কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে মাসিক রাজস্ব সভা সহ একাধিক সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে মাসিক রাজস্ব সভা সহ একাধিক সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৫, ২০২৪

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার (২৪ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আশ্রয়ন-২ প্রকল্প ব্যবস্থাপনা সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা, জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভা এবং জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভপতিত্ব করেন জেলা প্রশাসক এহতেশাম রেজা। এছাড়া ঐ সকল সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাসরিন বানু, দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা  মোঃ ওবায়দুল্লাহ, কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পার্থ প্রিতম শীল, ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক, মিরপুর উপজেলা রনির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা) মুমতাহিনা পৃথুলা এবং কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি  ও জিপি অ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুম।