কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক ব্যবসায়ী গ্রেফতার  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১, ২০২৪

নিজ সংবাদ ॥ র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ০৫ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে । গত ২৯ এপ্রিল র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি  দল কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন উত্তর ভবানীপুর গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৫ কেজি গাঁজা সহ আশাদুল ইসলাম (৩৭) নামে মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের মোঃ গিয়াস উদ্দিন’র ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক ক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।