দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাটারী চালিত ইজিবাইকসহ চালক সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিখোঁজের ৭দির পর তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পাবনা জেলার ইশ্বরদী থানা পুলিশ। নিখোঁজ সাগর হোসেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের সিরাজ মন্ডলের ছেলে। সাগরের পরিবার ও প্রতিবেশি সূত্রে জানাগেছে গত ২৮ এপ্রিল আনুমানিক সন্ধা ৬টার দিকে সাগরের শশুর বাড়ী ইশ্বরদী থেকে খবর আসে রুপপুর হার্ডিঞ্জ ব্রিজ এলাকার একটি কলা বাগানে অর্ধগলিত লাশ পাওয়াগেছে, এমন খবর পেয়ে সাগরের বাবা, মা ও আত্মিয়স্বজন ইশ্বরদী থানায় গিয়ে সাগরের পরিহিত জামা কাপড় ও ব্যবহৃত মোবাইল ফোন দেখে নিশ্চিত হয় যে, এটা সাগরের মরদেহ। সাগরের চাচাতো ভাই রিপন আলীর সাথে কথা হলে তিনি বলেন আমার চাচাতো ভাই সাগর হোসেন ইজিবাইকসহ গত ২১ এপ্রিল নিখোঁজ হয়েছে। হঠাৎ খবর পেলাম রুপপুর হার্ডিঞ্জ ব্রিজের নিচে কলা বাগানের ভিতর একটি লাশ পাওয়া গেছে, আমরা সকলে ইশ্বরদী থানায় গিয়ে তার ব্যবহৃত মোবাইল ও জামা কাপড় দেখে নিশ্চিত হয়েছি যে, ওটা সাগরের মরদেহ। উল্লেখ্য গত ২১ এপ্রিল আনুমানি সকাল ৮ টার দিকে সাগর হোসেন প্রতিদিনের মত জীবিকার জন্য সদ্য ক্রয়কৃত ইজিবাইকটি নিয়ে বাড়ী থেকে বের হয়। কিন্তু সারাদিন পেরিয়ে গেলেও সাগর হোসেন বাড়িতে ফিরেনি। পরবর্তীতে তার ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে কোথাও কোন খোঁজ না পেয়ে, বিপদ হতে পারে এমন চিন্তা করে পরের দিন দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে অফিসার ইনচার্জ ইশ্বরদী সাথে কথা হলে তিনি বলেন গত২৮ এপ্রিল সন্ধার আগে রুপপুর হার্ডিঞ্জ ব্রিজ এলাকার একটি কলা বাগান থেকে আমরা একটি লাশ উদ্ধার করেছি। তার পরিবারের লোকজন এসে তার পোশাক মোবাইল ফোন দেখে নিশ্চিত করেছে যে, এটা সাগরের লাশ। সাগরের ইজিবাইকটি ছিনতাই শেষে তাকে হত্যা করে হাডিং ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা তার মরদেহ পাবনা মর্গে পাঠিয়েছি, তাকে কিভাবে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। তবে তার লাষ্ট মোবাইল লোকেশন দৌলতপুরের হোসেনাবাদ দেখাচ্ছে।
